নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুরে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ৫২০ কেজি চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে উপজেলা প্রশাসন।
অভিযুক্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম সিংহেশ্বর ইউনিয়নের বাটপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। সিংহেশ্বর বাজারে তার ধান-চালের ব্যবসা রয়েছে।
জানা গেছে, শহিদুলের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শহিদুলের দোকান থেকে ৮৯ বস্তায় ২ হাজার ৫২০ কেজি চাল জব্দ করা হয়। ৩০ কেজি করে চালের বস্তাগুলোতে খাদ্য অধিদফতরের ছাপ দেওয়া ছিল। ইউএনও ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যান ব্যবসায়ী শহিদুল। পরে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রুনা লাইলা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে শহিদুলের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অন্তত ৭ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাশিদুল ইসলাম বলেন, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ডিলারের কাছ থেকে কেনার পর উপকারভোগীরা সেই চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতেষ চন্দ্র সরকার বলেন, চালগুলো কীভাবে ব্যবসায়ীর দোকানে গেল তা শনাক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাশিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট ওই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিএসডি/আইপি