বিনোদন ডেস্ক
বলিউডের হিরো নম্বর ওয়ান গোবিন্দ। একের পর এক ছবিতে অভিনয় করেছেন। প্রযোজক ও পরিচালকের অত্যন্ত প্রিয় ছিলেন । বর্তমানে সিনে জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি।
তবে এখনও ভক্ত-অনুরাগীদের কাছে আগের মতোই জনপ্রিয় রয়েছেন। গোবিন্দার স্ত্রী সুনীতা অনেকেরই কাছে অত্যন্ত পরিচিত ৷ সুনীতা গোবিন্দর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। যা কেউই কখনও জানেনা।
সুনীতা আহুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার বিয়ের পরের কিছু ঘটনা শেয়ার করেছেন। গোবিন্দ তার মায়ের পছন্দ অপছন্দের সম্মান করে থাকেন। তাই মিনিস্কাট ছেড়ে শাড়ি পরা শুরু করেন সুনীতা ৷
অভিনেতার স্ত্রী সুনীতা জানিয়েছেন তিনি পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করেন কিন্তু ছেলে হর্ষবর্ধন ও তার মেয়ে টিনার জন্য এক দায়িত্বশীল মা, গোবিন্দ বার বার এ কথা স্বীকার করেন।
প্রসঙ্গত, গোবিন্দকে ১৯৯০’র দশকের বহু সমালোচিত এবং বাণিজ্যিক সফল সিনেমাতে দেখা যায় এবং এই সময় তিনি অন্যতম সুপারস্টার হয়ে উঠেন। ১৯৯০ সালে তিনি ক্লাসিক সিনেমা আওয়ার্গী তে কাজ করেন।
এই সিনেমায় অনিল কাপুর, গোবিন্দ এবং মিনাক্ষী শেষাদ্রি প্রধান চরিত্রে অভিনয় করেন। অন্যান্য সিনেমা যেমন স্বর্গ এবং মহা সংগ্রামে তিনি ভালো অভিনয় করেন। ১৯৯২ সালে তাকে সমালোচক কর্তৃক প্রশংসিত সিনেমা জুলুম কু হুকুমাত সিনেমায় দেখা যায়।