চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মা কদেবানু বেগমকে (৭০) পিটিয়ে হত্যা করেছে ছেলে ইদ্রিস আলী (৩৫)।
রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কদেবানু হলেন শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।
ঘটনার পর ছেলে ইদ্রিস আলীকে গ্রেফতার করে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে দর্শনা শ্যামপুরে নিজ বাড়ির গোসলখানার টিউবয়েলে গোসল করছিল ছেলে ইদ্রিস আলী। এ সময় তার মা কদেবানু বেগম অতিরিক্ত
পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয় ছেলে।
একপর্যায়ে মায়ের মাথায় বাঁশের তৈরি লাঠি (বালিধারা) দিয়ে আঘাত করে ইদ্রিস। এতে মারাত্মকভাবে জখম হন কদেবানু বেগম। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএসডি/এসএসএ