নিজস্ব প্রতিবেদক,
২০০৪ সালের ২১ আগস্ট দলীয় সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরাও ফুল দিয়ে ২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিএসডি/আইপি