নিজস্ব প্রতিবেদক
‘আজ শুরু হোক তর্কযুদ্ধ, হতে দেব না বাক-কে রুদ্ধ’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে বেসরকারি সংস্থা ‘গ্রো ইউর রিডার’।
শুক্রবার রাজধানীর একটি কনফারেন্স রুমে ৩ দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে বিতার্কিকদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
‘প্রাতিষ্ঠানিক শিক্ষায় যৌন ও লিঙ্গ শিক্ষার অভাব দীর্ঘমেয়াদে বাংলাদেশে যৌন ও নারী নির্যাতনের সবচেয়ে বড় কারণ’ শিরোনামে ৩ দিনব্যাপী আয়োজনে ২৪টি দলকে বাছাই করা হয় মূল পর্বে অংশগ্রহণের জন্য। গত ২২ ও ২৩ ডিসেম্বর অনলাইনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪টি দল অংশগ্রহণ করে এবং চূড়ান্ত বিজয়ী হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের যুগ্ম সচিব মো. সোহেল ইমাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফাল্গুনী মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সাবেক বিতার্কিক ও এসএম গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার উত্তম রায়।
এ আয়োজনের অন্যতম আয়োজক গ্রো ইউর রিডারের প্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিন বলেন, ‘শিশুদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য হলো, শিশুদের এমন একটি জায়গা দেওয়া যেখানে তারা সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলার সুযোগ পাবে এবং এই মনোভাব ভবিষ্যতে তাদের সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।’
উল্লেখ্য, গ্রো ইউর রিডার একটি অলাভজনক সংস্থা, যা ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে। বাংলাদেশের সকল শিশুর জন্য তারা এমন একটি শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চায় যেখানে প্রতিটি শিশু একজন প্রকৃত নাগরিক হয়ে গড়ে উঠবে।
এসএ