নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে এক অটোচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার আঠারদানা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া বসতঘরটি উপজেলার আঠারদানা গ্রামের হুরমুজ আলীর। সে পেশায় একজন ভ্যানচালক।
ঘরে আগুন লাগার সময় বাড়িতে হুরমুজ ভূইয়ার পাঁচ বছরের নাতি (মেয়ের ঘরের ছেলে) সোহাগ ছাড়া আর সবাই বাড়ির বাইরে ছিল। ঘরে আগুন জ্বলতে দেখে সোহাগ ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্য নজরুল ইসলাম মিয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘরের মালিক হুরমুজ ভূইয়ার দাবি, আগুন লাগার পর ঘরে থাকা ধান, চাল, সরিষা, দলিলপত্র, ফ্রিজ, টিভিসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিএসডি/ এলএল