নিজস্ব প্রতিবেদক:
ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য ও চিনি গুলিয়ে তৈরি করা হয় নকল ফেনসিডিল। এর পর সেগুলো ভরা হয় পুরাতন ফেনসিডিলের বোতলে। মুখের ছিপি মেশিন দিয়ে আটকিয়ে বিক্রি করা হয় এলাকায়।
যশোরের বেনাপোলে এ রকম একটি একটি নকল ফেনসিডিল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার রাতে বেনাপোল পোর্ট থানার বাহাদুর রোডের একটি ভবনের নিচ তলায় অভিযান চালিয়ে ওই নকল কারখানার সন্ধান পায় পোর্ট থানা পুলিশ।
এ সময় নকল ফেনসিডিল, বিপুল সংখ্যক খালি বোতল ও ফেনসিডিল তৈরির নানা সামগ্রী উদ্ধার করা হয়। আটক হয় ফেনসিডিল কারিগর মনিরুজ্জামান কালু (২৫)। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।
যশোর জেলা পুলিশ ও পোর্ট থানা সূত্র জানিয়েছে, কারখানা থেকে পুলিশ ৯৭ বোতল ফেনসিডিল, ৩২৮টি খালি ফেনসিডিলের বোতল, ৫ লিটার তরল পদার্থ, একটি স্কচটেপ ও এক কেজি চিনিসহ নকল ফেনসিডিল তৈরির নানা সামগ্রী জব্দ করেছে।
আটক কালু জানায়, আমি নিজেই এ কারখানা চালাই। ভারত থেকে কড়াকড়ির কারণে ফেনসিডিল আনতে না পারায় এ পদ্ধতি তৈরি করেছি। এতে অল্প খরচে লাভ বেশি। এলাকারসহ বাইরের উঠতি বয়সের যুবেকরা কিনে নিয়ে নেশা করছে।
বেনাপোলে পোর্ট থানার ওসি মামুন খান জানিয়েছেন, মনিরুজ্জামান কালুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই কারবারে জড়িতদের খুঁজে বের করা হবে।
বিএসডি/ এলএল