নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগের কোনো এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসন। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
বুধবার (৯ জুলাই) রাতে ঢাকা পোস্টকে তিনি বলেন, পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও ঝুঁকি পরিস্থিতি নিয়ে বিভাগের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে যোগাযোগ করেছি। তারা সবাই জানিয়েছেন, তাদের জেলায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার কারণে ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, শুধু কুতুবদিয়াকে ঘিরে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। কারণ এলাকা নিম্নাঞ্চল হওয়ায় সামান্য জোয়ারেও পানি ঢোকার সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত সেখানেও কোন সমস্যা দেখা দেয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা যেমন—পর্যাপ্ত আসনসংখ্যা, নিরাপত্তা, পানি স্বল্পতা নিরসন এবং যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।
পরীক্ষার্থীদের উদ্বেগ দূর করে প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ বলেন, শিক্ষার্থীরা যাতে নির্ভার মনে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকরাও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সবধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুত আছি। রাতেও পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।