নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের নয়টি গাড়ি সকাল ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের নয়টি গাড়ি ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নির্বাপণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। লাকড়িতে আগুন লাগার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে লাকড়ির চারটি দোকান পুড়ে গেছে।
তিনি আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিএসডি/আইপি