নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশে আগুনের ঘটনা ঘটেছে। এতে চার লেনে থাকা ৭০টি ঘর পুড়ে গেছে।
শনিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ।
তিনি বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি লেনে থাকা ৭০টি ঘর পুড়ে গেছে। সবগুলো কাঁচা ঘর ছিল। পাশে খোলা জায়গায় কিছু ঝুটের মালামাল রাখা ছিল। সেগুলোও আগুনে পুড়েছে। এ সময় জিলানী নামের এক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
বিএসডি/ এলএল