নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি আবাসিক মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার একটি মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আনুমানিক ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। এর আগে গত শনিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে ৭ বছর বয়সী এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় ওই ছাত্র নিখোঁজ হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে জানায়। আজ সকালে ২ ভবনের ফাঁকে তার মরদেহ দেখতে পাওয়া যায়। তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
‘তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করেছে। সেখানে দেখা গেছে, ছেলেটি সোমবার সন্ধ্যায় ৩ তলা ভবনের সিঁড়ি বেয়ে হাসিখুশিভাবে ছাদে যাচ্ছে। ফুটেজে অস্বাভাবিক কিছু নেই, তবে আমরা বিষয়টি তদন্ত করছি। শিক্ষক ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছি,’ বলেন আরাফাতুল।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য দুপুর ১টার দিকে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
বিএসডি/ এলএল