নিজস্ব প্রতিবেদক,
করোনাভাইরাসে চট্টগ্রামে একদিনে এযাবৎকালের সর্বোচ্চ ১,৩১৫ জন শনাক্ত হয়েছেন। টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মারা গেছেন আরও ১৭ জন।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে এযাবৎকালের সর্বোচ্চ ১৮জনের মৃত্যু হয়। তার পরেরদিন মৃত্যু হয় আরও ১৭জনের।
গত ২৭ জুলাই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১, ৩১০জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ১৩১৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মারা গেছেন আরও ১৭ জন। এদের মধ্যে ৯ জন বিভিন্ন উপজেলার ও ৮ জন চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৫৮ জন এবং ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ৩৭ দশমিক ৪১ শতাংশ।