নিজস্ব প্রতিবেদক,
করোনার সংক্রমণের হার কিছুটা নিম্নগামী হলেও মৃত্যুর হার প্রায় অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৯ জন।
এর মধ্যে ৮ জন বিভিন্ন উপজেলায় এবং মহানগর ১ জন এলাকায়। এছাড়া এই দিন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ৫৮৯ জন। যা নমুনা পরীক্ষার তুলনায় ২০ দশমিক ৪৩ শতাংশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এই দিন নতুন করে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮৩টি। ৫৮৯ জন আক্রান্তের মধ্যে ৩৩৬ জন মহানগর এলাকায় এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।
এদিকে, করোনা টিকা কার্যাক্রমে প্রচণ্ড ভিড় থেকেও করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টর। তাই স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার তাগিদ তাদের।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। বলা চলে সংক্রমণের হার কিছুটা নিম্নগামী। তবে সংক্রমণ ঠেকানো মূল ওষুধ হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা।
বিএসডি/আইপি