শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৭৯৭ জন নগরের ও ৩৪০ জন বিভিন্ন উপজেলার। এ সময় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয় ১ হাজার ৪৫৫ জনের। এ দিন শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১১।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৩৫০ জন মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয় চট্টগ্রামে। এরপর ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।
বিএসডি/ এলএল