চট্টগ্রাম ব্যুরো প্রধান:
প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে জেলে বসেই ধর্ষণ মামলার আসামী লিটন ধর ও তার দল ভুক্তভোগীকে মোবাইল ফোনের মাধ্যমে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়াসহ সোশ্যাল মিডিয়ায় ভুক্তভোগীর নামে ফেসবুক আইডি খুলে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
আসামী পুলিশের ব্যাপক নিয়ন্ত্রণে থেকেও কিভাবে জেলে বসেই মোবাইল ফোন ব্যবহার করছে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এছাড়াও পুলিশ প্রশাসনের দায়িত্ব পালনও প্রশ্সবিদ্ধ হয়েছে।
জানা যায় , গত ২৭ জানুয়ারি আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে আসামী লিটন ধর কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশাসনের সামনে ভুক্তভোগীকে বার বার মামলা তুলে নেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগীর বাবা জানান, আসামী লিটন ধর ও তার দল আমার মেয়ে স্কুল থেকে বাড়ী আসার পথে অপহরণ করে নিয়ে । এরপর পাশবিক ও শারীরিক নির্যাতনসহ জোর পূর্বক ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ও আপত্তিকর ছবি তুলে রাখে। এখন আসামী আমার মেয়ের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিকৃত নোংরা ছবি পোস্ট করে ও খারাপ খারাপ মন্তব্য করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এতে আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করছে।
আসামী জেলে থেকে কিভাবে এরকম কাজ করছে, এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও আমার মেয়ের নামে করা ভুয়া আইডি বন্ধসহ দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
বিএসডি/ এলএল