নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে ভবন মালিক নেজাম পাশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে খুলশী থানার জালালাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। আজ ভোরে জালালাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। হত্যার পর মরদেহ নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রাখা হয়েছিল।
খুলশী থানার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, নিজাম নির্মাণাধীন ওই ভবনটির মালিক। প্রতি সপ্তাহে তিনি ভবনের কাজ দেখতে এবং শ্রমিকদের বেতন পরিশোধ করতে সেখানে যেতেন, রোববারও গিয়েছিলেন।
তিনি আরও বলেন, নিজামের শরীরে আঘাতের চিহ্ন আছে। শরীর থেতলানো অবস্থায় ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।