নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের সীতাকুণ্ডে বায়েজিদ রোডে গরু বোঝাই ট্রাক ডাকাতি ও চালক হত্যায় জড়িত কাজল ডাকাত র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে সলিমপুরের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম কাজল প্রকাশ (৪৮)। সে নগরীর পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সীতাকুণ্ডে থানা সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদ পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছিল।
তারা বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায় অনুমান করে ঘটনাস্থল পৌছলে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রাম দা, ১টি ছোরা উদ্ধার করে র্যাব। সীতাকুণ্ড থানা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে কাজলের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। কাজলের লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানায়, গত ১৬ জুলাই একই স্থানে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডে কোরবানির গরু ট্রাকযোগে চট্টগ্রামের বিবির হাটে নিয়ে যাবার সময় একটি ডাকাতদল ট্রাক থেকে গরু লুটের চেষ্টা চালায়। ট্রাকের চালক মো. আব্দুল (৩৫)ডাকাতদের বাঁধা দেওয়াতে ডাকাত কাজল তাকে গুলি করে হত্যা করে। ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, মোট ৯ জন ডাকাত ওই ডাকাতিতে অংশ নিয়েছিল। এর মধ্যে ৮ জন ইতিপূর্বে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ডাকাতরা জবানবন্দিতে জানায়, ট্রাকচালককে গুলি করেছিল ডাকাত কাজল। সেই ঘটনার ২৫ দিন পর একই স্থানে কাজল নিহত হয়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএসডি/আইপি