নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি মালবাহী পিকআপ জব্দ করা হয়।
বুধবার (৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত (২১) এবং একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।