বর্তমান সময় ডেস্কঃ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে রপ্তানিযোগ্য ৪ হাজার ৩০০ পিস প্যান্টসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে চোরাইকাণ্ডে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
বুধবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
আটকরা হলেন- নোয়াখালীর সুধারাম থানার মজিবুর রহমানের ছেলে মিজানুুর রহমান (২০), ভোলার দৌলতখান থানার ওবায়দুল হকের ছেলে জহিরুল ইসলাম (৩৮), ভোলা সদর থানার মো. আজাদের ছেলে মো. রুবেল (৩০) ও কক্সবাজারের মহেশখালী থানার আবদুল শুক্কুরের ছেলে মেহেদী হাসান নয়ন (২০)।
র্যাব জানায়, ২ নভেম্বর গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড থেকে ৮ হাজার ৯৯৯ পিস রপ্তানির প্যান্ট নিয়ে চট্টগ্রামের কেডিএস ডিপোর উদ্দেশ্যে রওনা দেয় কাভার্ড ভ্যানচালক মিজানুর রহমান। ৩ নভেম্বর গাড়িটি চট্টগ্রামের সীতাকুণ্ড কেডিএস ডিপোতে পৌঁছে। এরপর কাভার্ডভ্যানচালক মালামালের কাগজপত্র ডিপোতে জমা দেন। এরপর তিনি গাড়ি নিয়ে আর ডিপোতে প্রবেশ না করে সটকে পড়েন।
এ ঘটনায় ভুক্তভোগীরা র্যাবের কাছে অভিযোগ দেন। র্যাব ছায়াতদন্ত করে ৬ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে পোশাকের চালানটি আটক করে। এসময় একটি কাভার্ডভ্যান থেকে প্যান্ট অন্যটিতে হস্তান্তর করা হচ্ছিল। সেখানে ৪ হাজার ৩০০ পিস প্যান্ট পাওয়া যায়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ঘটনাস্থলে থেকে চোরাইকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে কাভার্ডভ্যান দুটিও জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/আরপি