চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির (রূপসা উন্নয়ন ফাউন্ডেশন) এর কথিত প্রতারক চেয়ারম্যান মুজিবুর রহমান গ্রেফতার হতে না হতেই এবার পুলিশের জালে ধরা পড়েছে একাধিক প্রতারণার মামলার আসামী ও রূপসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন হাওলাদার।
অভিযোগের ভিত্তিতে প্রাপ্ত সূত্রে আরো জানা যায় যে, কথিত এমডি জাকির হোসেন ২৩ জানুয়ারী রাতে সড়ক পথে ভারতে পালিয়ে যাওয়ার পথে চাঁদপুর থেকে জাকেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ইপিজেড থানা পুলিশ। এ সময় তার কাছে বৈদেশিক পাসপোর্ট পাওয়া যায়। তবে জাকির হোসেন এর বডিগার্ড হিসেবে দায়িত্বরত রাজু ও জাহিদ নামক দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ইপিজেড থানায় নিয়ে আসা হয়।
সম্প্রতি ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে রূপসার চেয়ারম্যানখ্যাত মুজিবুর রহমান কোম্পানী (রিক্সা কোম্পানী) কে একাধিক প্রতারণার মামলা ও টাকা আত্মসাৎ ও গ্রাহকদের ভয়ভীতির অভিযোগে আটক করে পুলিশ।
সূত্রে জানা যায় , রূপসার ছয় কর্মকর্তা বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ গ্রাহক গার্মেন্টস্ শ্রমিকের প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ সব অপরাধীদের বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা থাকার অভিযোগ রয়েছে।
এদিকে, প্রতারক চেয়ারম্যান রিক্সা কোম্পানী মুজিবুর রহমান কোম্পানী ও ব্যবস্থাপনা পরিচালক কথিত এমডি মোঃ জাকির হোসেন হাওলাদারকে আটক করার সংবাদে রূপসার দেড় লক্ষাধিক গ্রাহকদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। সরেজমিনে এ প্রতিবেদন তৈরীকালে দেখা যায় যে, রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির (রূপসা উন্নয়ন ফাউন্ডেশন) এর প্রধান কার্যালয়ের গেইটে ঝুলছে বড় তালা। গ্রাহকরা চরম অসন্তোষ ও ক্ষোভ নিয়ে তাদের আমানতের টাকার জন্য রূপসার দরজায় ঘন্টার পর ঘন্টা ধর্ণ্যা দিচ্ছে কার্যালয়ের সামনে। কি হবে তাদের ভবিষ্যত। কি ভাবে পাবে তারা তাদের আমানতের টাকা।
এ বিষয়ে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকরা বলেন, আমরা গরিব অসহায় জীবনের সমস্ত উর্পাজন শেষ সম্বল গার্মেন্টস্ এ চাকুরী করে না খেয়ে কষ্টে দিনাতিপাত করে এখানে লাভের আশায় সঞ্চিত রেখেছিলাম টাকা। আর সেই অর্থ দিয়ে রূপসার সেই ৬ পরিচালক খেলেছে আমাদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি। আত্মসাৎ করেছে আমাদের উর্পাজিত সারাজীবনের সঞ্চিত উর্পাজনের টাকা। তাদের শুধু গ্রেফতার করলে হবে না, তাদের অর্থ ও সম্পদ জব্দ করে আমাদের টাকা উদ্ধার করে দিলে আমরা প্রশাসনের নিকট আজীবন কৃতজ্ঞ থাকব অন্যথায় আমাদের আত্মহত্যার করব।
তাদের স্বজোরে দাবী আমরা আমাদের আমানতের অর্থ ফেরত না পেলে আমরা ইপিজেড থানার সামনে আত্মহত্যা করব এ বলে রূপসার গ্রাহকরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে মানববন্ধন ও আন্দোলনের ঘোষণা দেয়।
বিএসডি/ এলএল