নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এবারের ভর্তি পরীক্ষা।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ড. শিরীণ আখতার। এসময় সহ-উপাচার্য রেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ড. শিরীণ আখতার বলেন , আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার ইতিহাস রয়েছে। কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই। ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধেও আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে।
‘এ’ ইউনিটের পরীক্ষার্থী ছিলেন ৫৪ হাজার ১০৬ জন। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ২১২টি। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। সকালের শিফটে বেলা ১১টার পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। বিকেল সাড়ে ৩টার শিফটে থাকবে সমপরিমাণ পরীক্ষার্থী। সকাল থেকে শাটল ও বাসে হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবক চবিতে এসেছেন। সবমিলে ভর্তি উপলক্ষে চবিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
ভর্তি পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার দিনে নয়বার বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করবে শাটল। বটতলী থেকে সকাল ৬টা, ৬টা ৩০, ৮টা ১৫, ৮টা ৪৫, বেলা ১১টা ৪০, দুপুর ১২টা, বিকেল ৩টা, ৪টা ও রাত ৮টা ৩০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। অন্যদিকে ক্যাম্পাস থেকে সকাল ৭টা, ৭টা ৩৫, ৯টা ২০, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০, বিকেল ৫টা, ৫টা ৩০ ও রাত ৯টা ৩০ মিনিটে নগরের বটতলীর উদ্দেশ্য ছেড়ে যাবে। এছাড়া জেলা প্রশাসন থেকেও রয়েছে বিশেষ বাসের ব্যবস্থা।
চবিতে এবারের ভর্তি পরীক্ষায় আবেদন ফি জমা দিয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে চার হাজার ৮২৬টি। সেই হিসাবে এক আসনে লড়বেন ২৯ ভর্তিইচ্ছু শিক্ষার্থী। চবিতে এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিএসডি/ফয়সাল