নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো শাটল ট্রেন চালু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে। প্রায় এক মাস বন্ধ থাকার পর সোমবার দুটি ও মঙ্গলবার বাকি চারটি শাটল ট্রেন চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, তবে সোমবার শহর থেকে ৩টা ৫০-এর এবং বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে ৫টার ট্রেন চালু হবে।
মঙ্গলবার থেকে বাকি দুই জোড়াও আগের নিয়মে চলবে।
ডেমু ট্রেনগুলোর ইঞ্জিন সংস্কারের কাজ চলছে। সেগুলো ঠিক হলে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রুটে ডেমু চলাচল করবে।
গত ২৬ জানুয়ারি মাইলেজ ইস্যুতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন। বন্ধ থাকে দুই জোড়া ডেমু ট্রেনও।
রোববার দুপুরে পূর্ণাঙ্গ শিডিউলে শাটল ট্রেন চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বিএসডি/ এলএল