তথ্যপ্রযুক্তি ডেস্ক:
জাপানের হোম কম্পিউটার গেমের পথিকৃৎ মাসাউকি ইউমুরা। নিনটেন্ডো কনসোলের জন্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিত তিনি। তার তৈরি নিনটেন্ডো কনসোল বিশ্বব্যাপী লাখ লাখ ইউনিট বিক্রি হয়েছে।
ইউনিভার্সিটি অব কিয়োটোর সূত্রমতে, সোমবার ৭৮ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ইউমুরা। ইউমুরা নিনটেন্ডোর হোম গেম কনসোলের প্রধান স্থপতি ছিলেন। ১৯৪৩ সালে টোকিওতে জš§গ্রহণ করা ইউমুরা ছিবা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
১৯৭১ সালে তিনি নিনটেন্ডোতে যোগদান করেন। ২০০৪ সালে নিনটেন্ডো ছাড়ার পর তিনি গেম স্টুডিও নিয়ে রিটসুমেইকান ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে শোকবার্তা জানানো হলে তার মৃত্যুর কারণ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।
বিএসডি/জেজে