নিজস্ব প্রতিবেদক,
করোনাকালে ঝুঁকি নিয়ে মানবতার সেবায় নিয়জিত রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট। জাতি, উপজাতি, ধর্মীয় বিশ্বাস, শ্রেণি বা রাজনৈতিক বিশ্বাসের কোনো প্রকার বৈষম্য সৃষ্টি না করেই সংস্থাটি চাঁদপুরের বিভিন্ন প্রান্তে এই সেবা দিয়ে যাচ্ছে।
৩১ জুলাই (শনিবার) রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর ইউনিট কার্যালয় সূত্রে জানা যায়, করোনাকালে জরুরি সেবাদানের লক্ষ্যে তারা চাঁদপুর সদরে দুটি টিম প্রস্তুত করেছে। প্রথম টিমের ৬ জন সদস্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট ও কনসিনেটর সেবা দিচ্ছেন। দ্বিতীয় টিমের ১০ জন সদস্য টিকা কেন্দ্রে ভেক্সিনেশন প্রোগ্রামে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি পুরান বাজারের গিয়াসউদ্দিন আহমেদ রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রসহ নানা স্থানে সচেতনতামূলক কার্যক্রম তারা পরিচালনা করছেন।
চাঁদপুর রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. জহিরুল ইসলাম বলেন, করোনার এই দুর্যোগে চাঁদপুরবাসীকে নিরাপদ রাখতে আমাদের নানাবিধ সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। শুরু থেকেই আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ শহরে স্প্রে কার্যক্রম করেছি। চলমান সময়ে বিশেষ করে এখন করোনার এই ভয়াবহ সংকটকালীন সময়ে রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার ব্যবস্থা করতে পেরে খুব আনন্দ লাগছে। এভাবেই রেড ক্রিসেন্টের সদস্যরা সব ভালো কাজে সহায় হবেন, এই প্রত্যাশা করছি।
রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর জেলা ইউনিট কর্মকর্তা বজলুল করীম চৌধুরী বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট কোভিড আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে ত্রাণ বিতরণ করেছি। কোভিড আক্রান্ত রোগীদের মাঝে অক্সিজেন ২৪ ঘণ্টা দেওয়া হচ্ছে। সাথে অক্সিজেন কনসেনেটর সাপোর্টও প্রদান করছি।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুরের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, করোনাকালে চাঁদপুরের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এক্ষেত্রে আমি বলবো, যে পরিমাণে রাস্তাঘাট ও বনসহ নানা স্থানের গাছাপালা প্রভাবশালী মহল কেটে সাবার করছে, এরসাথে খাল-বিল, পুকুর জলাশয়- অবৈধ ড্রেজারের বালু দিয়ে যেভাবে ভরাট চলছে, প্রকৃতির ওপর এই ধরনের অত্যাচারগুলোর প্রতিশোধের কারণেই রোগীদের এখন অক্সিজেন সংকট পোহাতে হচ্ছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুরে রেড ক্রিসেন্টের মাধ্যমে বিনামূল্যে রোগীদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। যেকোন দুর্যোগে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আমাদের কর্মকর্তা ও ভলান্টিয়ার বাহিনী মাঠে থাকবে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, করোনার টিকা কার্যক্রমের শুরু থেকেই রেড ক্রিসেন্টের সদস্যদের সহযোগিতা পেয়েছি। তারা আমাদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিতেও খেয়াল রেখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়েছেন। সামনে করোনার গণটিকা কার্যক্রম শুরু হবে। সেখানেও রেডক্রিসেন্টের এই সহযোগিতা চাইছি। তাছাড়া তারা যেভাবে এই সংকট মুহূর্তে করোনা রোগীদের অক্সিজেন সেবা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমি রেডক্রিসেন্টের এই ধরনের সেবামূলক কার্যক্রমের উত্তোরত্তর সফলতা কামনা করছি।
বিএসডি/এমএম