নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লাল চান (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছ থেকে তিনি ভারতে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
লালচান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া এলাকার মো. শাহাজাহান আলীর ছেলে।
বিজিবির সূত্রে জানা যায়, রোববার ভোররাত ৪টার দিকে ৪/৫ জন ভারতে গরু আনতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম করে। পরে বিএসএফ চ্যালেঞ্জ করলে চারজন বাংলাদেশে ফেরত আসলেও লালচান ফিরে আসতে পারেননি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, গোয়েন্দা সূত্রের মাধ্যমে লাল চানের সীমান্ত অতিক্রমের খবর জেনেছি। পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭১ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ছাড়া লালচানের পরিবারের কাছ থেকেও কোনো অভিযোগ পায়নি।