নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শের মোহম্মদকে (৫২) আটক করেছে র্যাব।
এসময় তার নিকট থেকে সেনাবাহিনীর বেসামরিক (অফিস সহায়ক) পদে ভর্তির একটি ভূয়া নিয়োগপত্র জব্দ হয়। শের মোহম্মদ গোরক্ষনাথপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিজ গ্রাম থেকে আটক হন শের মোহম্মদ।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ প্রতারণা চক্রের সঙ্গে সংঘবদ্ধভাবে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। একজন ভুক্তভোগীর অভিযোগের বরাতে র্যাব জানায়, শের মোহম্মদ একজন প্রতারক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং ওই ভুক্তভোগীর নিকট ছয় লাখ টাকা নেন। কিন্তু শেষ পর্যন্ত চাকরি দিতে ব্যর্থ হন। তিনি ওই ভুক্তভোগীকে একটি ভুয়া নিয়োগপত্রও দিয়েছিলেন।
র্যাব আরো জানায়, আটক শের মোহম্মদকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অনেকের সঙ্গেই এরকম করেছেন। তার প্রতারণার কারণে আরো ৩ জন ১৮ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও র্যাব জানিয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় রবিবার (৬ ফেব্রুয়ারি) মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সদর উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ রাজিব আটক শের মোহম্মদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তারা বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তার জন্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। অবিলম্বে শের মোহম্মদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এ ব্যাপারে ইউনিয়ন আ. লীগ সভাপতি তাকদিরুল আজমের সঙ্গে কথা বলে প্রক্রিয়া শুরু করা হয়েছে।