নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে কোনো স্বৈরশাসক বেশিদিন টেকেনি। আপনার (শেখ হাসিনা) সরকার পতনের ঘণ্টা চারদিকে বাজছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জোর করে বন্দি করে রেখেছেন। দেশনেত্রীকে তিলে তিলে শেষ করার এক গভীর ষড়যন্ত্রে মেতে আছেন আপনি। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ? দেশনেত্রীকে আপনি তিলে তিলে নিঃশেষ করতে চান?
রোববার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের একটি সার্কুলারে দেখলাম প্রাইমারি স্কুলে যারা ভর্তি হবে তাদের শপথ নিতে হবে শেখ রাসেলের নামে, বঙ্গবন্ধুর নামে। আমরা পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। শিক্ষা মন্ত্রণালয় সরকারের একটি বিভাগ, তারা এরকম সার্কুলার দেবে কেন? এটার উদ্দেশ্যটা কী?
তিনি আরও বলেন, ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে। এগুলোর মালিক ছাত্রলীগ-যুবলীগ।
দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভী বলেন, আমরা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে; শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।