নিজস্ব প্রতিবেদক:
ব্যাটিং ব্যর্থতার জাল ছিন্ন করে প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। ২৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও লিটন, পরে মুশফিক ও সাকিব মিলে এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু সেই প্রতিরোধও ভেঙ্গে গেছে। চা বিরতেতে বাংলাদেশ গিয়েছে ৬ উইকেটে ১৪৭ রান নিয়ে। ইনিংস হার এড়াতে এখনো বাংলাদেশকে করতে হবে ৬৬ রান। আজ ম্যাচ বাঁচাতে হলে শেষ সেশনের পুরোটাই ঠিকে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের জন্য কাজটি খুবই কঠিন। সেই কঠিনেরেই জয় করার অভিপ্রায়ে সাকিব ২৫ রানের সাথে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিররাজকে নিয়ে মাঠে নামবেন।
লাঞ্চের আগেই দুই ইনিংসে মিলে বাংলাদেশের উইকেট পড়েছিল ৭টি। প্রথম ইনিংসে ১১ রানে শেষ ৩ উইকেট হারানোর পর দ্বিতয়ি ইনিংসে ২৫ রানে হারায় চার উইকেট। এরপরই প্রতিরোধের দেয়াল গড়ে তুলে। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশিফক প্রথম সেশনের বাকি সময় পার করে দেন। জুটিতে তারা এ সময় যোগ করেন ৪৭ রান।
লাঞ্চের পরও তারা নিজেদের অক্ষত রেখে রান বাড়িয়ে নিতে থাকেন। কিন্তু জুটিতে ৭৩ রান যোগ হওয়ার পর ভাঙ্গণ আসে লিটনের আত্মাহুতি দেয়ার মাধ্যমে। ব্যক্তিগত ৪৫ রানের সময় তিনি সাজিদ খানকে অহেতুক পুল খেলতে গিয়ে স্কয়ার লেগে ফাওয়াদ আলমকে ক্যাচ অনুশীলন করান। প্রথমে বল হাত ফসকে গেলেও দ্বিতীয় প্রচেস্টায় তালুবন্দি করেন। এরপর ষষ্ট উইকেট জুটিতে মুশফিক ও সাকিব মিলে আবারো প্রতিরোধ গড়ে তুলেন। কিন্তু ৪৯ রান যোগ হওয়ার পর মুশফিক ব্যক্তিগত ৪৮ রানে দুভার্গ্যজনক রান আউটের শিকার হন। রান আউট থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়েছিলেন মুশফিক। কিন্তু তার ব্যাট ক্রিজের ভিতর থাকলেও মাটিতে ছিল না। এরপরই আম্পায়ার চা পানের বিরতি দেন।
বিএসডি/এসএফ