নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি দেশব্যাপী ইউপি নির্বাচনে ঘটা সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। শুধু ক্ষমতার খায়েশের জন্য আমরা এতগুলো মানুষের মৃত্যুকে মেনে নিতে পারি না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ উদ্যোগে নির্বাচনী সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এ সময় ডাকসুর সাবেক ভিপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে বিরোধীদল বিহীন নির্বাচন করেও তথাকথিত জঙ্গিবাদ, মৌলবাদের কথা বলে পশ্চিমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় ছিল। এখন পশ্চিমারাও তাদের থেকে সরে যাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে, এই সরকারই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক।
এ বছরই ক্ষমতাসীন সরকারের বিদায় ঘণ্টা বাজবে জানিয়ে নুর বলেন, চিঠি লিখে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাবে না। সামনে আরও বিপদ আসবে। তাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকারকে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দারের উপস্থাপনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিল উজ্জামান, সাদ্দাম হোসাইন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।
বিএসডি / আইপি