নিজস্ব প্রতিবেদক,
আজকের চট্টগ্রাম:বিধি-নিষেধ তুলে নেওয়ার পর চট্টগ্রামে বেড়েছে গণপরিবহন। সেই সঙ্গে বেড়েছে জনসমাগমও।
যাত্রীরা বলছেন, গণপরিবহন খুলে দেওয়ায় গন্তব্যে যাওয়া সহজ হয়েছে। এতদিন যে ভোগান্তি ছিল তাও কমে এসেছে।
নাছরিন নামে এক পোশাক শ্রমিক বলেন, গণপরিবহন চালু হয়েছে- বিষয়টি স্বস্তির। কিন্তু অনেক চালক দ্বিগুণ ভাড়া দাবি করছে যাত্রীদের কাছে। এ নিয়ে চলছে বাগবিতণ্ডা। আবার যানজটও বেড়েছে নগরে।
জাহিদ হোসেন নামে আরেক যাত্রী জানান, গণপরিবহনে নতুন করে নৈরাজ্য শুরু হয়েছে। সরকারি নির্দেশনার পরও সড়কে নেমেই নিয়মিত ভাড়ার চেয়ে বেশি দাবি করছে। এতদিন সড়কে গাড়ি ছিল না। ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। আবার এখন গাড়ি বেড়েছে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একসঙ্গে দুই যাত্রীকে পাশাপাশি বসানো হচ্ছে। বিষয়গুলো মনিটরিং এর আওতায় আনা জরুরি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, অনেকদিন পর গণপরিবহন চালু হয়েছে। এই কয়েকদিন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলেও গণপরিবহন চলাচল করতে দেওয়ায় আমরা খুশি। সব শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালায়।
এর আগে গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দেয় সরকার। পরে ঈদুল আজহাকে সামনে রেখে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল রাখা হলেও ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পুনরায় গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।
বিএসডি/আইপি