আন্তর্জাতিক ডেস্ক:
চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনটি কয়েক ডজন ফ্লোরে আগুন লাগে। এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং কয়েক ডজন ফ্লোর ভয়াবহভাবে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে চীনের রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে।
সিসিটিভি এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, কমলা রংয়ের অগ্নিশিখা ভবনটিতে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। চাংশা চীনের হুনান প্রদেশের রাজধানী। শহরটিতে প্রায় ১ কোটি মানুষ বাস করে।
বিএসডি/এফএ