চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার সুলতানপুর সীমান্ত থেকে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ছোট-বড় ৯৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়
আটক ব্যক্তির নাম নাজমুল ইসলাম (৩১)। তিনি দর্শনা শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে সুলতানপুর সীমান্তের রুদ্রনগর গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে সন্দেহভাজন এক মোটরসাইকেল চালকের গতিরোধ করলে সে পালানোর চেষ্টা করে। তাকে আটকের তল্লাশি করে মোটরসাইকেলের এয়ারফিল্টারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছোট-বড় ৯৬ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি পরিচালক আরও জানান, এ বিষয়ে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
বিএসডি/ এফ এ