নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী শ্যামপুর মাঠে ভারতীয় শূকরের কামড়ে মিন্টু মিয়া (৩৫) নামে এক কৃষক রক্তাক্তভাবে জখম হয়েছেন।
পরে স্থানীয় কৃষকরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শ্যমপুর বড়দাড়ী মাঠে এ ঘটনা ঘটে।
মিন্টু মিয়া জানান, শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী শ্যমপুর বড়দাড়ী মাঠে ভুট্টার জমিতে ঘাস কাটতে যায়। এ সময় ৩-৪টি ভারতীয় বুনো শূকর আমাকে ধরে কামড়াতে থাকে। এ সময় আমার চিৎকারে আশপাশের কয়েকজন কৃষক আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমার শরীরে ৭টি স্থানে শূকর কামড়ে মাংস তুলে নিয়েছে।
কৃষক আব্দুস ছালাম জানান, প্রতি রাতে ও দিনে ভারতীয় সীমান্তের তারকাঁটার নিকট অবস্থানরত বুনো শূকর বাংলাদেশের দর্শনা নিমতলী, ঈশ্বরচন্দ্রপুর, শ্যমপুর, জয়নাগর, সুলতানপু, নাস্তিপুর, কামারপাড়া ও বড়বলদিয়া সীমান্তবর্তী মাঠে প্রবেশ করছে। গ্রামের শত শত বিঘা ভুট্টার জমিতে প্রায় শতাধিক ভারতীয় শূকর দলবন্ধ ভাবে এসে ভুট্টাক্ষেতের ভুট্টা গাছ ভেঙ্গে দিয়ে ভুট্টা খেয়ে যাচ্ছে। বিষয়টি বারবার কৃষি বিভাগকে জানালে তারা কোনো ব্যবস্থা নেইনি। এবার চাষিদের ব্যাপক ভুট্টার ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি উপসহকারী অফিসার কাজী ইয়াসির আরাফাত বলেন, কৃষকরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
বিএসডি/ এলএল