নিজস্ব প্রতিবেদক,
চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ পরিচয়ে আন্তঃজেলা মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল, ৬টি ব্র্যান্ডের মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।
রবিবার (১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।
গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরন্দপুর গ্রামের ইসমাইল খান আরিফ (৩০) ও একই উপজেলার উত্তম কুমার (৪৫)।
তিনি জানান, গত ১৭ জুলাই ও ২৬ জুলাই সদর উপজেলার উক্ত গ্রামে এবং ভুলটিয়া ও কিরোনগাছি গ্রামে সড়কের পাশে মোবাইলে ফ্রি ফায়ার ও লুডু গেমস খেলার সময় ৩/৪ জনের একটি দল পুলিশ পরিচয়ে ওই এলাকার কিছু যুবক ও কিশোরদের আটক করে কিল ঘুষি মারে। এসময় তাদের কাছে থাকা ৬টি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। পরে শনিবার সকালে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন সদর উপজেলার উক্ত গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ও মহেশপুর এলাকায় রবিবার ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় আন্তঃজেলা মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতা ইসমাইল খান আরিফ ও তার সহযোগী উত্তম কুমার ঘোষকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল, ছিনতাই হওয়া ৬টি মোবাইল ফোন ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
বিএসডি/এমএম