খেলাধূলা প্রতিনিধি:
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। তার আগেই ঝড় বয়ে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজিতে।
আইপিএল শুরুর দুদিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্বের ভার তুলে দিলেন সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস দলটি।
এতে ১৪ বছর পর দলটির নেতৃত্বে পরিবর্তন আসলো। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই হলুদ জার্সিদের অধিনায়ক ধোনি।
মাঝে দিয়ে দুটি আসরে ছিল না চেন্নাই। তখন পুনে সুপার জায়ান্টে খেলেন ধোনি। কেন এমন সিদ্ধান্ত নিলেন ধোনি- সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ভারতের জাতীয় দলের মতো আইপিএলেও সফল অধিনায়ক ধোনি। প্রত্যাবর্তনের পর তার নেতৃত্বে দু’বার চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে চেন্নাইয়ের পুরোনো সদস্য ধোনির সতীর্থ জাদেজা। ২০১২ সাল থেকে দলটির নিয়মিত পারফরমার তিনি।
বিএসডি/ এমআর