নিজস্ব প্রতিবেদক
সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্টে কোকাবুরা বল দিয়ে খেলেছিল বাংলাদেশ দল। সফলতার সঙ্গে দুটি টেস্টেই জিতেছিল টাইগাররা। অথচ ভারতের বিপক্ষে চলমান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই অলআউট হয়ে গেছে। যার কারণ হিসেবে এই সিরিজের ‘এসজি’ বলের কথা উল্লেখ করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এমন বলে বাংলাদেশ খুবই কম টেস্ট খেলেছে।
আজ (শুক্রবার) চেন্নাইয়ে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে এখানে ওরা একটু বাড়তি এডভান্টেজ পাচ্ছে। ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’
যেকোনো দলের জন্যই ভারত নিঃসন্দেহে বড় প্রতিপক্ষ, বিশেষত ঘরের মাঠে রোহিত শর্মারা দারুণ অপ্রতিরোধ্য। গত দশ বছরে তারা ভারতে কেবল চারটি টেস্ট হেরেছে। এই সময়ে সিরিজ জিতেছে ১২টির মতো। সবমিলিয়ে (২০১২ থেকে) ঘরের মাঠে সবশেষ ১৭ সিরিজেই অপরাজিত ভারত। এমন অনবদ্য পারফরম্যান্স ধরে রেখেই বাংলাদেশকে তারা টেস্টে আতিথ্য দিচ্ছে।
ঘরের মাঠে ভারত কতটা শক্তিশালী সেটাই তাই স্মরণ করিয়ে দিয়েছেন তাসকিন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’
একইসঙ্গে নিজেদেরও যে দুর্বলতা ছিল সেটি স্বীকার করেছেন এই টাইগার পেসার, ‘আমাদের আরও আগে ওদের অলআউট করা উচিৎ ছিল। আমরাও চা বিরতির পর আপ টু দ্যা মার্ক বল করতে পারিনি। সাড়ে তিনশতে আউট করেছি, আড়াইশতে অলআউট করা উচিৎ ছিল। আমরা মেনে নিচ্ছি, সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারিনি।’ তৃতীয় দিন শেষে ভারত এগিয়ে রয়েছে ৩০৮ রানে।