খেলাধূলা প্রতিনিধি:
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। শ্রীলংকার বিপক্ষে একজন বোলার কম নিয়ে খেলতে হচ্ছে টাইগারদের। নিজেদের দ্বিতীয় ইনিংসে একজন ব্যাটারও কম নিয়ে মাঠে নামতে হবে!
দলের অন্যতম পেসার শরিফুল ইসলাম ছিটকে গেছেন ম্যাচ থেকে। এ ম্যাচ তো বটেই, সিরিজের দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না বাঁহাতি পেসারকে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে এ পেসারের, অন্তত ২১ দিন মাঠে নামতে পারবেন না শরিফুল। এদিকে চলমান টেস্টে তার বদলি হিসেবে কেবল ফিল্ডার পেয়েছে বাংলাদেশ।
শরিফুলের জায়গায় ফিল্ডিং করছেন ইয়াসির আলি রাব্বি। আইসিসির নিয়মের কারণেই এমনটি মানতে হচ্ছে বাংলাদেশের।
নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যে কোনো দল। যে কিনা ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। কিন্তু শরিফুল আঘাত পান হাতে। তাই বদলি ফিল্ডারকেই নামাতে পেরেছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে শরিফুল ডান হাতে ব্যথা পান। এর পরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।
শরিফুল রিটায়ার্ড আউট হন ১১ বলে ৩ রান করে। যে কারণে ৯ উইকেটে ৪৬৫ থেকে অলআউট হয়ে যান স্বাগতিকরা।
বিএসডি/ এমআর