স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাসখানেক আগে ‘সাদা জ্যাকেট’ বা ব্লেজার উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বিশেষ পোশাকটি প্রকাশ করেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। কিন্তু কী আছে এই পোশাকে, বিশেষত্ব-ই বা কি তা নিয়ে ক্রিকেটবিশ্বের কৌতূহল আছে।
সাদা জ্যাকেট উন্মোচনকালে ওয়াসিম আকরাম বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে সেরাদের প্রতিনিধিত্ব করছে। এই জ্যাকেট বিজয়ের সর্বোচ্চ মর্যাদা বহন করে। টুর্নামেন্ট জয়ের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল নির্বাচিত হবে, প্রতিটি ম্যাচ হবে তুমুল উত্তেজনাপূর্ণ, যেখানে কারও বিশ্রামের ফুরসত মিলবে না। পোশাকটি চ্যাম্পিয়নদের অবিরাম পারফরম্যান্স এবং অর্জিত সম্মানের স্মারক।’ বোঝাই যাচ্ছে টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নদের গায়ে ওঠে বিশেষ এই পোশাক।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু নির্ধারণ নিয়ে ব্যাপক নাটকীয়তা হয়েছে গত বছরজুড়ে। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় ছিল ভারত, আয়োজক দেশটিও ছিল তাদের মাটিতেই আসর আয়োজনের ব্যাপারে একাট্টা। তবে শেষমেষ উভয় দল হাইব্রিড মডেলে সম্মতি দেওয়ায়, পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। চুক্তি অনুসারে– ২০২৮ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বিশেষ জ্যাকেট প্রকাশের ভিডিও’র শিরোনাম ছিল ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’। তারপরই নায়কের বেশে আবির্ভূত হন পূর্ণাঙ্গ শুট পরা পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়নস ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয় ভিডিওতে। এরই সঙ্গে আকরাম বলতে থাকেন, ‘যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।’
১ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদ্যাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান শিরোপা উদ্যাপনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর অধিকাংশ দৃশ্যে ভারতকেই দেখে গেছে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিল বেশি। ভিডিওতে বাংলাদেশের অংশ ছিল সামান্যই।