স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে খুব বেশিদিন সময় নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্ট। বিপিএলের ব্যস্ততায় জাতীয় দলের ক্রিকেটাররা খুব বেশি অনুশীলন করতে পারেনি। গত দুইদিন ধরে অনুশীলন চলছে, দেশ ছাড়ার আগে আরও দুইদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তর দল। এরপর আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ দল রাতের ফ্লাইটে দেশ ছাড়বে। সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না। একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের মতো করতে হবে।’
মঙ্গলবার ও বুধবার দুটি দিন ভালো ভাবে কাজে লাগাতে মুখিয়ে বাংলাদেশের কোচ, ‘এজন্যই আমাদের দুটো সেশন আছে অনুশীলনে। আমরা দিনে ও রাতে ব্যাট-বল করছি আর পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
জাতীয় দলের অনুশীলনে বিপিএল নিয়ে কোন আলাপ হয়নি উল্লেখ করে সিমন্স আরও বলেছেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোন কথা আলাপ হয়নি। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে। আমার মনে হয় না এটা তাদের কোনও প্রভাব ফেলবে।’