ক্রীড়া ডেস্ক:
বার্সেলোনার হযবরল অবস্থা। গত তিন ম্যাচ ধরে জয়ের দেখা নেই। লা লিগায় সবশেষ ম্যাচে আলাভেসের সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর মঙ্গলবার (২ নভেম্বর) রাত ২টায় ইউক্রেনে স্বাগতিক ডায়নামো কিয়েভের মুখোমুখি হচ্ছে কাতালান জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াই এটি।
ইউরোপ সেরা হওয়ার এই লড়াইয়ে তিন ম্যাচে একটি জয় নিয়ে ‘ই’ গ্রুপে তৃতীয় স্থানে বার্সা। একমাত্র জয় এই কিয়েভের বিপক্ষে ঘরের মাঠে। ন্যু ক্যাম্পে গত ২১ অক্টোবর ডিফেন্ডার জেরার্দ পিকের গোলে ১-০ তে জিতেছিল তারা। ওই জয় তাদের চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার আশা জাগিয়ে রাখে। তারপর রিয়াল মাদ্রিদ, রায়ো ভায়েকানোর কাছে লিগে হারের পর আলাভেসের কাছ থেকে এক পয়েন্ট উদ্ধার।
যদিও কাজটা সহজ হবে না। কারণ পর্তুগিজদের মাঠে আগের ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বার্সা। আপাতত সেই চিন্তা মাথায় না এনে কিয়েভ বাধা টপকাতে চায় কাতালানরা।
ইউক্রেনিয়ান দলটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বার্সার ডাগআউটে শেষবার দাঁড়ান রোনাল্ড কোম্যান। ডাচ কোচকে স্প্যানিশ জায়ান্টরা ছাঁটাই করেছে আলাভেস ম্যাচ শেষে। সার্জি বারজুয়ান অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউক্রেনে গেছেন। প্রথম ম্যাচই তার জন্য হতে যাচ্ছে বড় পরীক্ষা।
বায়ার্ন ৩ ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে। সমান খেলে ৪ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা বেনফিকার। বার্সার সংগ্রহে ৩ পয়েন্ট। কিয়েভ এক পয়েন্ট নিয়ে চারে।
ইয়াং বয়েজের কাছে হেরে শুরু করা ম্যানইউ টানা তৃতীয় জয়ে শেষ ষোলোতে এক পা দিতে চায়। ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ আটালান্টা। আগের ম্যাচে ইতালিয়ান ক্লাব বড় পরীক্ষা নিয়েছিল ম্যানইউর। দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ এ জিতেছিল তারা। গ্রুপের আরেক ম্যাচে ভিয়ারিয়াল স্বাগত জানাবে ইয়াং বয়েজকে।
‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলোর হাতছানি পাচ্ছে জুভেন্টাস। সিরি আয় সাসসুওলো ও হেয়াস ভেরোনার কাছে টানা ম্যাচ হারের যন্ত্রণা দূর করার সুযোগ তাদের সামনে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জুভরা জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারালেই দুই ম্যাচ আগে নকআউট নিশ্চিত করবে। দুই সপ্তাহ আগের ম্যাচে রাশিয়ান ক্লাবের মাঠে শেষ দিকের গোলে ১-০ তে জিতেছিল ইতালিয়ান জায়ান্টরা। গ্রুপের অন্য ম্যাচে চেলসি খেলবে মালমোর মাঠে। উয়েফা বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর জোড়া গোলে ঘরের মাঠে ইউরোপ চ্যাম্পিয়নরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সুইডিশ ক্লাবকে।
দিনের অন্য দুটি খেলায় ৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ দল রেড সলসবুর্গ খেলবে ভলফসবার্গের মাঠে এবং সেভিয়া স্বাগত জানাবে লিলকে।
চেলসি-মালমো ও সলসবুর্গ-ভলফসবার্গের ম্যাচ দুটি হবে রাত পৌনে ১১টায়। অন্য সব ম্যাচ রাত ২টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও ২।
বিএসডি/এসএস