নিজস্ব প্রতিবেদক
সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পতাকা উত্তোলন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সভাপতির জাহিদুল ইসলাম।
বুধবার (৯ এপ্রিল) ইসলামী ছাত্রশিবির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ‘Solidarity With Palestine’ কর্মসূচি পালিত হচ্ছে।
সেটার অংশ হিসেবে আজ দুপুর ১২টায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ঢাকার পল্টন টাওয়ারের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় তিনি সারা দেশে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানান।
এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী ছাত্রশিবিরের নেতারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সংহতি প্রকাশ করেন।