অনলাইন ডেস্ক:
ভারতের অরুণাচলপ্রদেশের দুর্গম জঙ্গলে ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন দেশটার বন বিভাগের কর্মকর্তরা। কিন্তু স্নো লেপার্ডের সংখ্যা বোঝার জন্য যে ক্যামরো লাগানো হয়েছিল তাতে ধরা পড়ল তাকিন নামে অন্য এক প্রাণী। বলা হচ্ছে, বিশ্বর বিরল স্তন্যপায়ীপ্রাণীদের একটি হলো এই তাকিন।
বন বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তাকিন মূলত ছাগল প্রজাতির প্রাণী। এই প্রাণী এতই বিরল যে এটা লাল তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ তা অতিবিরলের তালিকায় পড়ে।
ওই জঙ্গলে যে এই প্রাণীর অস্তিত্ব আছে সেটাই জানা ছিল না কারোর। যে এলাকাতে এই তাকিনের খোঁজ মিলেছে সেই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার উঁচুতে।
সেপ্পা নামের বনের যে অংশে দেখা গেছে তাকিনটিকে সে অংশটা পাহাড়ে ঘেরা। এ অংশটা এতটাই দুর্গম যে সাধারণত মানুষ সেখানে যায় না।
ওই এলাকার বিভাগীয় এক বন কর্মকর্তা বলছেন, আমরা জানি এশিয়ার, বিশেষ করে হিমালয়ের পাহাড়ি এলাকাতে তাকিন ছিল। এত দিন তা দেখাই যায়নি। কারণ জঙ্গল নষ্ট করা এবং নির্বিচারে হত্যা করার কারণেই এই প্রাণীটির অস্তিত্ব দেখা যায়নি। আমরা খুবই আনন্দিত যে এই প্রাণীকে দেখা গেছে এই এলাকাতেই।
বিএসডি/এসএস