নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে নিয়েছে হেফাজতে।
রোববার দুপুরে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই জঙ্গিকে তাদের সহযোগীরা ছিনিয়ে নেওয়ার পর কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।
এরপর সেই মামলায় আগের মামলার ১০ আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাতে ঢাকার হাকিম আদালতে আবেদন করা হয়।
শুনানি শেষে মহানগর হাকিম শফি উদ্দিন আসামিদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন বলে আদালতের পুলিশের তথ্য ও প্রসিকউশন বিভাগের উপ-কমিশনার জসিম উদদীন জানিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শাহিন আলম, শাহ আলম, বিএম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খায়রুল ইসলাম, মোজাম্মেল হোসেন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আব্দুস সবুর ও রশিদুন্নবী।
এদের মধ্যে আরাফাত ও সবুরকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
বিএসডি/এফএ