আন্তর্জাতিক ডেস্ক:
নিউজিল্যান্ডের সমকামী সম্প্রদায়ের লোকজন তাদের জন্মসনদে থাকা লিঙ্গ পরিচয় চাইলেই পরিবর্তন করতে পারবেন। শারীরিক পরীক্ষার কোনো সনদ দেখানো ছাড়াই তারা চাইলে যেন সহজে এটি করতে পারেন, সেই আইন পাস হয়েছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওতারোয়ার ইতিহাসে আজ একটি গর্বের দিন। পার্লামেন্ট অন্তর্ভুক্তির পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে ভোট দিয়েছে।
জানা গেছে, সে দেশে ২০১৮ সাল থেকে নিজের লিঙ্গ পরিচয় নিজেই নির্ধারণের প্রক্রিয়া চালু আছে। তবে সে ক্ষেত্রে শারীরিক পরীক্ষার সনদ দেখানো বাধ্যতামূলক ছিল।
গত মঙ্গলবার জন্ম, বিয়ে, মৃত্যু এবং সম্পর্কসংক্রান্ত বিল পাস হয়েছে। নতুন সেই আইনে নিজের লিঙ্গ পরিচয় ঠিক করার ক্ষেত্রে কোনো সনদের দরকার পড়বে না।
তিনেত্তি নামে এক নারী বলেন, লিঙ্গ নির্ধারণ নিয়ে অনেকেই হতাশায় ভোগেন। এখন চাইলে তারা নিজেদের মর্জিমাফিক জন্মসনদে লিঙ্গ ঠিক করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের হতাশার অবসান ঘটছে।
সূত্র : গার্ডিয়ান।
বিএসডি/ এলএল