জবি প্রতিনিধি:
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে এবার সীমিত আকারে সরস্বতী পূজা উদযাপন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে।
কমিটিতে মনোবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন বারৈ কে আহবায়ক ও একই ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের কেয়া ঘোষকে সদস্য সচিব করে পূজা উদযাপন কমিটি-২০২২ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় পূজা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী এ কমিটির অনুমোদন দেন।
পূজা উদযাপন কমিটিতে সজীব বৈদ্য, জয় শর্মা, সৌরভ দাস, সবুজ সরকার ও অভিজিৎ বিশ্বাস যুগ্ম-আহবায়ক হিসেবে আছে।
এছাড়াও সদস্য হিসেবে আছে মৈত্রী বাড়ৈ, সুমিত দত্ত, সৌরভ ঘোষ, সম্পদ হালদার, শুভ পাল, অন্তি সাহা, পিয়াল দাস অনুপ, শিমু তালুকদার, পারিজাত বিশ্বাস, সুচন্দা রাণী দেব, সুবর্ণা সাহা, পর্না নন্দী, আদীপ্ত শর্মা ও গোপাল রায়।
এবিষয়ে অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, পূজা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা নিয়ে আমরা একটি বাজেটও বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েছি।
পূজা কমিটির আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগের সহসভাপতি মিঠুন বাড়ৈ বলেন, এবার পুরো বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি পূজার আয়োজন করা হবে। পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। ছাত্রলীগ দেখবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপনের জন্য সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন দেয় শিক্ষার্থীরা।
সবশেষ ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে স্বরস্বতী পূজা উদযাপন করা হয়।
বিএসডি/ এলএল