ইদে আনন্দের সাথে সাবধানতা অবলম্বন করাও জরুরী-আনন্যামা নাসুহা , উদ্ভিদবিজ্ঞান বিভাগ

আনন্যামা নাসুহা
ইদ হোক মানবতার, সচেতনতার –অনন্য প্রতীক রাউত ,আইন বিভাগ

অনন্য প্রতীক রাউত
ত্যাগের উৎসব ঈদুল আজহা-সিদরাতুল মুনতাহা , সমাজবিজ্ঞান বিভাগ

সিদরাতুল মুনতাহা
সচেতনতার মাধ্যমে ইদের আনন্দ উপভোগ –রিদুয়ান ইসলাম ,বাংলা বিভাগ

রিদুয়ান ইসলাম
সবার সাথে আনন্দ ভাগাভাগি করার মাধ্যম ইদ আবার সবার মাঝে চলে এসেছে৷ প্রতিটি ইদকে কেন্দ্র করে সবার মাঝেই অনেক জল্পনা কল্পনার অন্তি থাকে না৷ কিন্তু বিগত দুই বছর ধরে বৈশ্বিক মহামারী করোনার কারণে ইদের আনন্দটুকু ম্লান হয়ে গেছে৷ বিশ্ববাসী উপভোগ করতে পারছে না তার প্রকৃত আনন্দ। বিশ্বের এমন সংকটময় মুহূর্তে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে এক বিশেষ অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে। এবারের ইদুল-আযহা আমরা বর্ণিল ভাবে পালন করতে না পারলেও নিজেদের পারস্পরিকতার মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করবো। অন্যান্য ইদের মত ঘুরতে বাহিরে না গিয়ে করোনাকালীন এবারের ইদ টা নাহয় বাসাতেই কাটাবো৷ করোনাকালীন এই ইদে সকলের প্রতি আহবান থাকবে, আমরা সবাই ব্যক্তি কেন্দ্রীকভাবে সচেতন হই, অযথা বাহিরে ঘুরাঘুরি না করি, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলি।
করোনাকালীন ঘরকুনো ঈদ-সানজিদা মাহমুদ মিষ্টি,শিক্ষাও গবেষনা ইনস্টিটিউট

সানজিদা মাহমুদ
ভোগে নয়, ত্যাগেই প্রকৃত ঈদ-অনুপম মল্লিক আদিত্য,

অনুপম মল্লিক আদিত্য
ঈদ আনন্দে সতর্কতা-সাবিনা আক্তার মুন্নি,সমাজবিজ্ঞান বিভাগ

সাবিনা আক্তার
ত্যাগের মহিমায় ত্যাগ করি ইদের ঘুরাঘুরি –মোঃ মেহেদী হাসান, গণিত বিভাগ

মেহেদী হাসান