শ্রেয়সী সিকদার,জবি প্রতিনিধি
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান। এ ঘটনায় পরিবার থেকে অজ্ঞাতনামা একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
আকবর হোসেন খান নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলা সদরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজনে শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতাবাজারের একটি মেসবাড়িতে থাকতেন।
ওই শিক্ষার্থীর মেসমেট ও একই বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিম বলেন, তিনি বেশ কিছু দিন ধরে বিষণ্ন ছিলেন। গার্লফ্রেন্ডদের সাথে ব্রেকআপ হয়েছে। তাই বলে এতটাও বাজে মানসিক অবস্থার মধ্যে ছিল বলে আমাদের মনে হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ফ্লাইওভার থেকে পড়ে সে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে আইসিইউতে লাইফসাপোর্টে ছিল। আজ ভোরে সে মারা যায়। পুলিশ ফ্লাইওভারের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, কী ঘটেছিল খতিয়ে দেখার জন্য। আমরা ঘটনা জানার পরপরই হাসাপাতাল, থানাসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি, খোঁজখবর রেখেছি। ও যাদের সাথে মেসে থাকতো, তাদের সাথে কথা বলেছি। পুলিশ বিষয়টি খুবই আন্তরিকতার সাথে দেখছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক সহ ট্রেজারার ড.কামালউদ্দীন আহমেদ শোক প্রকার করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিএসডি/শ্রেয়সী/এমএম