আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার হলফনামায় বলা হয়েছে, শিহাব এফবিআইয়ের তথ্যদাতাকে বলেছেন, তাঁরা জর্জ ডব্লিউ বুশকে হত্যা করতে চান।
২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশ ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন। ষড়যন্ত্রকারীদের ভাবনা হলো, বহু ইরাকিকে হত্যার জন্য জর্জ ডব্লিউ বুশ দায়ী। পুরো ইরাককে ভেঙে ফেলার জন্য তিনি দায়ী।
শিহাব এফবিআইয়ের তথ্যদাতাকে বলেছেন, তিনি আইএসের প্রয়াত প্রধান আবু বকর আল-বাগদাদির চাচাতো ভাই। ইরাকে মার্কিন হামলার পরের বছরগুলোতে তাঁরা অনেক আমেরিকানকে হত্যা করেছেন।
শিহাবকে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। শিহাবের বিরুদ্ধে অভিবাসন অপরাধের পাশাপাশি একজন সাবেক মার্কিন কর্মকর্তাকে (প্রেসিডেন্ট) হত্যাচেষ্টায় প্ররোচনা-সহায়তার অভিযোগ আনা হয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে ‘ভিজিটর’ ভিসায় যুক্তরাষ্ট্রে যান শিহাব। ২০২১ সালের মার্চে তাঁর ভিসার মেয়াদ শেষ হলে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
বিএসডি/ এমআর