নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু সংকট নিরসন ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী একাধিক সংগঠন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্টপ অ্যামিশনস নাও বাংলাদেশ, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক ও ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ নামক পরিবেশবাদী সংগঠনগুলোর যৌথ আয়োজনে এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
তারা বলেন, প্রিয়জনের কষ্ট ও শোকে আমরা ব্যথিত হই। কিন্তু যে পৃথিবী আমাদের প্রতিনিয়ত আলো, বাতাস, পানি, খাদ্যের যোগান ও আশ্রয় দিচ্ছে, আমাদের বাঁচিয়ে রাখছে, এমন আপনজনকে আমরা প্রতিদিনের কর্মকাণ্ডে মৃত্যুর দিকে ঠেলছি। জলবায়ু বিপর্যয়ের কঠিন বাস্তবতা অনুধাবন করতে গবেষণা বা বড় কোনো সম্মেলনের প্রয়োজন হয় না। বিগত বছরে বিশ্বজুড়ে বন্যা, খরা ও দাবানলের মতো একের পর এক বিপর্যয় আমাদের জানান দিয়েছে, পৃথিবী কতটা মহাসংকটে।
বক্তারা আরও বলেন, মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে আমরা নিজেরাই নিজেদের চূড়ান্ত বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ায় হুমকির মধ্যে পড়ছে প্রাণ-প্রকৃতি। পরিবেশকে কেন্দ্র করেই উন্নয়ন হবে। উন্নয়নকে কেন্দ্র করে পরিবেশ সাজানো যাবে না। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।
বিশ্বনেতাদের কণ্ঠে শুধু পরিবেশ বাঁচানোর আকুতি ও সতর্কবার্তাই যথেষ্ট নয় মন্তব্য করে মানববন্ধনে বক্তারা বলেন, আর সময় নেই, সর্বনাশের পথে পৃথিবী! বিশ্বনেতাদের জলবায়ু বিপর্যয়জনিত জরুরি অবস্থা ঘোষণা করে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এসময় পাহাড়, টিলা, বনাঞ্চল, বন্যপ্রাণী, নদীরক্ষা ও সংরক্ষণসহ প্লাস্টিক দূষণ এবং বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলা হয়, এখনই যদি কার্বন নিঃসরণ কমানোর কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, যদি আমরা ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদের কোনোদিনও ক্ষমা করবে না।
বিএসডি /আইপি