বেলজিয়ামের একটি চিড়িয়াখানায় দুই জলহস্তীর করোনা শনাক্ত হয়েছে। চিড়িয়াখানাটির এক কর্মকর্তা এ তথ্য জানান।
এন্টার্প চিড়িয়াখানায় ১৪ বছর বয়সী ইমানি ও ৪১ বছর বয়সী হারমিয়েনের কভিড-১৯ ধরা পড়ে। যদিও চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। তবু সতর্কতার জন্য জলহস্তী দুটিকে আলাদা রাখা হয়েছে। ধারণা হচ্ছে, প্রাণীদের মধ্যে করোনা শনাক্তের এটিই প্রথম নজির।
সেখানে কর্মরত পশু চিকিৎসক ফ্রান্সিস ভার্সামেন বলেন, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রধানত বানর ও বিড়াল শ্রেণীভূক্ত প্রাণীতে দেখা গেছে। এই দুই শ্রেণীর বাইরে আমার জানামতে এ ধরণের ঘটনা প্রাণীজগতে প্রথম। ভাবা হয়েছিল করোনা ভাইরাস পশু থেকে মানুষের শরীরে এসেছে। তবে এখন প্রমাণিত যে, মানব শরীর থেকে আক্রান্ত হচ্ছে পশুরা।
অ্যান্টার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সংক্রমণের কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে চিড়িয়াখানার কোনো কর্মী সাম্প্রতিক সময়ে কভিড-১৯ আক্রান্ত হননি কিংবা লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে, কর্তৃপক্ষ।
বিএসডি/এলএল